কালিগঞ্জের বিষ্ণুপুরে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ৭দিন ব্যাপী পঞ্চমী মেলা

Feb 3, 2025 - 21:24
 0  11
কালিগঞ্জের বিষ্ণুপুরে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ৭দিন ব্যাপী পঞ্চমী মেলা
বিষ্ণুপুরে সরস্বতী পূজা পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল

বিশেষ প্রতিনিধি : 'ওঁ বেদা: শাস্ত্রানি সর্ব্বানি নত্য গীতা দিকঞ্চমৎ ন বিহীনং ত্বয়া দেবী তথামে সন্তু সিদ্ধয়' শ্লোকে কালিগঞ্জের বিভিন্ন স্থানে সাড়ম্বরে উদযাপিত হয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা। প্রতিবারের ন্যায় কালিগঞ্জের বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ স্মারক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে 'বন্ধুমহল ক্লাব' ও স্কুলের মাঠে 'বিষ্ণুপুর প্রান্তিক সংঘ' সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন করেছে ৭দিন ব্যাপী পঞ্চমী মেলা।

বন্ধুমহল ক্লাব এর প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ সরদার জানান, সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই তিথিটি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত। এই দিনটিতে দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী জ্ঞান, বিদ্যা, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও প্রজ্ঞার দেবী। তিনি আরও বলেন, বন্ধুমহল ক্লাব এর ৩০তম বার্ষিক সরস্বতী পূজার আয়োজনে অঞ্জলী ও প্রসাদ বিতরণের পাশাপাশি রয়েছে সন্ধ্যা আরতী ও ডিজিটাল প্রতিমা প্রদর্শনী, আলোকসজ্জা প্রদর্শনী, নৃত্য অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শঙ্খধ্বনী উলুধ্বনী ও প্রদীপ প্রজ্জ্বলন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

অপরদিকে বিষ্ণুপুর প্রান্তিক সংঘ তাদের ২২তম সরস্বতী পূজার আয়োজনে অঞ্জলী, প্রসাদ বিতরণ ছাড়াও সন্ধ্যা আরতী ও ডিজিটাল প্রতিমা প্রদর্শনী, আলোকসজ্জা প্রদর্শনী, সামাজিক নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। আগামী ৯ফেব্রুয়ারী রাত ৮টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সরস্বতী পূজার অনুষ্ঠান।

সোমবার সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনসহ রাজনেতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা বিষ্ণুপুরসহ বিভিন্ন সরস্বতী পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow