কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

Mar 19, 2025 - 21:38
 0  61
কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল
সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৯মার্চ) বিকেল ৩টায় জামায়াতের উপজেলা কার্যালয়ে এ সেমিনার ও ইফতারের আয়োজন করে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদেরকে সততা, নিষ্ঠা, এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে অনুশীলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করতে হবে। সাম্য মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে অগ্রজ ভুমিকা পালনের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, বিগত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বৈশিষ্ট্য সম্পন্ন গল্প কবিতা বাদ দেওয়া হয়েছে। এর কঠোর সমালোচনা করে তিনি শিক্ষক সমাজসহ সচেতন নাগরিকদের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান।

কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

অনুষ্ঠানে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুল মাজিদ, মাধ্যমিক স্কুল পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সেমিনার ও ইফতার মাহফিলের আহবায়ক তারালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু দাউদ, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো: শরিফুল ইসলাম, কিণ্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow