কালিগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

Jan 4, 2026 - 20:13
 0
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (৪ জানুয়ারি) আসরের নামাজের পর কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন।

কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি’র যৌথ সঞ্চালনায় দোয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, কুশলিয়া ইউনিয়ন বিএনপির নেতা বিশিষ্ট সমাজসেবক শেখ নাজমুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

এ সময় তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বদরু মেম্বর, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাবেক সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান সরদার, সহ-সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা মনিরুল ইসলাম, আবু হাসান, মজনুল হক, ইসরাফিল, খায়রুজ্জামান রোকন, শেখ নাসিরউদ্দীন, সাদ্দাম হোসেন, জেলা তরুণদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সেলিম, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনি, শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শেখ বিপুল, যুবদল নেতা রাইছুল ইসলাম, উপজেলা তরুণ দলের যুগ্ম সম্পাদক শেখ মিন্টু, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব রবিউল ইসলাম, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সাকুর হৃদয়, শাহিন আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ পরিচালনা করেন কালিগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জামিরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow