কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সোমবার (২৪ মার্চ) বিকেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা লিয়াকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এ দেশে দীর্ঘদিন যাবত মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না। গত ৫ আগস্ট ছাত্র জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা ফিরিয়ে এনেছে। কিন্তু দেশকে অস্থিতিশীল করতে আমাদের প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে আমাদের দেশের ভাগ্যাকাশে আবারও অন্ধকার নেমে আসবে। তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য বা মতবিরোধ থাকবে। কিন্তু এ দেশ টা আমাদের সবার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি সুখী ও সম্মৃদ্ধিশীল দেশ গড়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউপির চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা আহবায়ক মো: আমির হামজা প্রমুখ।
ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






