কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

Feb 2, 2025 - 20:30
 0  45
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত কুমার মন্ডল, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, ল্যাব সহকারী বিপুল কুমার ঘোষ, অফিস সহায়ক হয়েত আলী প্রমুখ।

অনুষ্ঠান থেকে বিদায়ী সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক তারক চন্দ্র সরকার, রেজাউল হক, মিজানুর রহমান, নাজিমুদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী, ডিএম নাসির উদ্দীন, মাসুদুর রহমান, আরেফা ফারজানা, মর্জিনা মোমতাহানা শিখা, আওছাফুর রহমান, সুমা বিশ^াস, সাইয়েদাতুন্নেছা মুক্তা, শম্পা রানী মৃধা, অলিউর রহমান, গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, হাফিজুর রহমান, শাহিনুর রহমান, তপন কুমার ঘোষ, নন্দলাল ঘোষ, নবতরন গায়েন, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত কুমার ঘোষ, অফিস সহকারী সুফিয়া খাতুন, শেখ বদরুজ্জামান, ল্যাব সহকারী সিদ্দিকুর রহমানসহ সকল শিক্ষক-কর্মচারি উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow