ডুমুরিয়ায় আদালতের নির্দেশনা অমান্য করায় পণ্যবাহী গাড়ি জব্দ
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমিতে পাইকারি সবজি বাজার উচ্ছেদের নির্দেশনা অমান্য করায় ৩টি পণ্যবাহী গাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান পণ্যবাহী গাড়ি গুলো জব্দ করে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প হেফাজতে রাখেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,প্রতিদিন ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যস্থতম মহাসড়কের দুই পার্শ্বে কাঁচা বাজার বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাছাড়া মাঝে মধ্যে সড়ক দূর্ঘটনাও ঘটে। এসব কারণে মহাসড়ক থেকে কাঁচা বাজারটি উচ্ছেদের ব্যাপারে মহামান্য হাইকোর্টের আদেশ রয়েছে। যার প্রেক্ষিতে বাজারটি উচ্ছেদের জন্য বারবার নোটিশ জারি করেন উপজেলা প্রশাসন। এবং নিজ দায়িত্বে বাজারটি সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। কিন্তু তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে গত ২৭ জানুয়ারী উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন তিনি। উচ্ছেদ অভিযান শেষে সড়ক ও জনপথ বিভাগের সীমানা নির্ধারণ করে খুঁটি পুতে তার টানিয়ে লাল পতাকা ঝুলিয়ে দেয়া হয়। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে তার ও লাল পতাকা খুলে ফেলে সরকারি জায়গায় পূর্ণরায় ব্যবসা পরিচালনা করায় শুক্রবার রাতে মালবাহী গাড়ি গুলো জব্দ করে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে।
What's Your Reaction?