ডুমুরিয়ায় তিন ইটভাটাকে সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা

Jan 2, 2025 - 22:18
Jan 2, 2025 - 23:44
 0  6
ডুমুরিয়ায় তিন ইটভাটাকে সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ইট ভাটায় সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গুটুদিয়া ইউনিয়নের শােলমারি এলাকায় অবস্থিত ইটভাটা গুলােতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ আসাদুর রহমান। আদালত সূত্রে জানা গেছে, ইট ভাটাগুলােতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এস,বি ব্রিকস্ কে ২ লাখ টাকা, এন,কে,বি ব্রিকস্ কে ৫ লাখ টাকা এবং সেতু ব্রিকস্ কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও থানা পুলিশের সদস্যবৃন্দ আদালত পরিচালনায় সহযােগিতা করেন। অভিযান পরিচালনা প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান বলেন,আইন কানুন, নিয়ম-নীতিমালা ভঙ্গ করে পরিচালিত প্রত্যেকটি ইট ভাটায় জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow