সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করলেন এসিল্যাণ্ড

Dec 26, 2025 - 21:16
 0
সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করলেন এসিল্যাণ্ড

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনীয় আচরণ বিধি পর্যবেক্ষণ ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আশাশুনিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীউলা মহিষকুড় ও আশাশুনি সদরের হাড়িভাঙ্গা মৎস্য সেটে সাইরেন বাজিয়ে এ টহল দেওয়া হয়।

এ সময় সাধারণ জনগণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন নিরাপত্তা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ। আশাশুনিতে নির্বাচনীয় পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রাখা হবে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট প্রদান করতে যাবেন। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। এসময় থানার এসআই ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow