সৈয়দপুরে ১২ শ' শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র দিল পৌরসভা

Jan 19, 2025 - 18:58
Jan 19, 2025 - 19:22
 0  2
সৈয়দপুরে ১২ শ' শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র দিল পৌরসভা

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভা এলাকার ১২শ' অসহায় ও শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার(১৯ জানুয়ারি) দুপুরে পৌরসভার পক্ষ থেকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম- সিদ্দিকী শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মো. শরফুদ্দিন খান, সাহাবাজ উদ্দিন সবুজ, সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, ফারহান, শহর জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা রেজাউল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষক মো. আবু তাহের, পৌরসভা কর্মচারি এসোসিয়েশনের সভাপতি সুজন শাহ প্রমুখ। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী বলেন, সরকারী বরাদ্দের এক হাজার দুই শত কম্বল পেয়েছি আমরা। সেসব বিতরণ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে তালিকা অনুযায়ী শীতার্তদের মাঝে বিতরণ করা হলো। কম্বলের আরো চাহিদা পাঠানো হয়েছে, বরাদ্দ এলেই সেগুলো বিতরণ করা হবে। এদিকে গত কয়েকদিনে সৈয়দপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষজন শীত যন্ত্রনায় ভুগছেন। রবিবার সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গোটা উপজেলাজুড়ে বইছে হিমবাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow