বড়াইগ্রামে থানার ভিতর আ’লীগ নেত্রীর টিকটক, অবশেষে আটক

Feb 11, 2025 - 14:24
 0  15
বড়াইগ্রামে থানার ভিতর আ’লীগ নেত্রীর টিকটক, অবশেষে আটক
আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগম

নাটোর প্রতিনিধি: থানার ভিতরে টিকটক ভিডিও বানিয়ে ফেঁসে গেলেন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি শিউলী বেগম (৩২)। 

সোমবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, সোমবার সকালে তিনি বড়াইগ্রাম থানায় একটি মামলা সংক্রান্ত কাজে গেলে থানার ভিতরের মূল ভবনের গেটে একটি টিকটিক ধারণ করে তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকরা তা ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে সমালোচনা ও নিন্দা জানায়। পরে থানা পুলিশ টিকটকার শিউলি বেগমকে আটক করে। টিকটকার ও আ’লীগ নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি একরকম সৌখিনতা থেকেই ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি’। ভিডিওতে নগদ ১২ লক্ষ টাকা প্রকাশ্যে দেখিয়ে তিনি আরও বলেন, ‘আমি শিউলি ফেসবুক থেকে গত ৬ মাসে ১২ লক্ষ টাকা আয় করেছি। আমার মতো যারা উৎসাহী, তারাও সংসারের পাশাপাশি এরকম আয় করতে পারেন’। সদা হাস্যময়ী এই সুন্দরী টিকটকার ফেসবুকে এরকম অহরহ আসার আগে গত বছর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর থেকে তিনি টিকটক বানানো শুরু করেন।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, থানার ভিতরের মূল ভবনের গেটে আকস্মিকভাবে তিনি মাত্র ১৭ সেকেন্ডের একটি টিকটিক ভিডিও ধারণ করেন এবং তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরেই তিনি ওই ভিডিও ডিলিট করে দিলেও ততক্ষণে অনেকেই তা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানায়। শুধু এই অপরাধেরই নয় তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow