আশাশুনিতে রাজা হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনিতে রাজা হত্যার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানার নবাগত অফিসার ইনচার্জ নোমান হোসেনের নির্দেশে মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ হোসেন সঙ্গীয় ফোর্স এস আই রাজীব মন্ডল, আব্দুর রশিদ, অনাথ ও এ এস আই আশিকুর রহমান অভিযান পরিচালনা করে ডুমুরপোতা গ্রামের আজহারুল সরদারের ছেলে রমিজুল ইসলাম (২৭) ও ২ নং আসামি একই গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে ইমরান সরদার (৩২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার রাতে মোঃ রাশেদ সরদার (রাজা)কে মানিকখালী ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। ২২/১০/২০২৪ তারিখে পোস্টমর্টেম রিপোর্ট আসে তাকে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর রাজার মা লিপি খাতুন বাদী হয়ে থানায় ৭জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন।
What's Your Reaction?