আশাশুনির গোদাড়ায় কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন

Jan 20, 2025 - 18:26
Jan 20, 2025 - 18:26
 0  3
আশাশুনির গোদাড়ায় কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডি'র এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়, এস আই মাহবুবুর রহমান, এসআই তরিকুল ইসলাম, এসআই নাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সেবক সাংবাদিক মহিউদ্দিন, মামলার বাদি গোলাম রসুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে গত ০৯/০৬/২৪ তারিখে কলেজ পড়ুয়া শিক্ষার্থী গোদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের ছেলে মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালোমেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা করে তাকে পরদিন সকালে তড়িঘড়ি করে দাফন করা হয়।

 এবিষয় নিয়ে স্থানীয় একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনে কোনো সুরহা না হওয়ায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুল কে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাঃ) একটি মামলা দায়ের করেন। এই মামলায় সিআইডির প্রতিবেদন শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow