কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার (২১ এপ্রিল) রাত ৭টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
উপজেলার কর্মপরিষদ, শুরা সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারীদের উপস্থিতিতে বৈঠকে সর্বসম্মতিক্রমে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সদস্য সচিব হিসেবে উপজেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফের নাম ঘোষণা করেন প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান। এ সময় তিনি সম্মেলন বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
আগামী ১০ মে কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
What's Your Reaction?






