কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের স্ত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার দশদিন পর না ফেরার দেশে চলে গেলেন তরুণী গৃহবধূ সাদিয়া পারভীন (২৪)। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ওই গৃহবধূকে শুক্রবার (২৮ মার্চ) রাতে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত সাদিয়া পারভীন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের সাংবাদিক ও ব্যবসায়ী তারিকুশ সারাফাতের স্ত্রী এবং দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৯মার্চ কম্পিউটার প্রশিক্ষণের উদ্দেশ্যে নলতায় যেয়ে আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এক কণ্যা সন্তানের জননী সাদিয়া পারভীন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। সাদিয়া পারভীনকে শনিবার বাদ জোহর দেবহাটার হাদিপুর গ্রামের পিতার বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
গৃহবধূকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়া বখাটে জিসান (১৬) দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূ সাদিয়া পারভীন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে, বখাটে কিশোরের বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ সাদিয়া পারভীনের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদসহ সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। শোক বিবৃতিতে তারা সাংবাদিক তারিকুশ সারাফাতের স্ত্রীর হত্যায় জড়িত জিসানকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানোর পাশাপাশি সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল এবং অবৈধ ডাম্পার, ট্রলি, ইঞ্জিন ভ্যান, টমটম, আলমসাধুসহ সকল যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






