কালিগঞ্জে যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার ১নং আসামি আশরাফুল ইসলাম অমিত এর দেয়া তথ্য অনুযায়ী ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে ধারালো ছুরি টি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে আশরাফুল ইসলাম অমিতকে গ্রেপ্তারের পর রাত ৮টার দিকে তাকে নিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ইন্দ্রনগর গ্রামে অবস্থিত অমিতের শয়নকক্ষ থেকে ছুরি ধার দেয়া বালিধারা ও বালি উদ্ধার হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতকে নিয়ে দুই ধাপে অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো একটি ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) কে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের বহুল বিতর্কিত রেজাউল পাড়ের ছেলে আশরাফুল ইসলাম অমিত ও তার সহযোগীরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিতসহ অন্যরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক শেখ বাদী হয়ে আশরাফুল ইসলাম অমিত, তার পিতা রেজাউল ইসলাম পাড়সহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮থেকে ১০জনকে আসামি করে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি আশরাফুল ইসলাম অমিত ও ৪নং আসামি ইন্দ্রনগর গ্রামের মরহুম রহিম বক্স পাড়ের ছেলে আব্দুর রউফকে (৫৫) গ্রেপ্তার করেছে।
What's Your Reaction?






