ডুমুরিয়ার আটলিয়ায় সাবেক ইউপি সদস্য'র বাড়িতে দুঃসাহসিক চুরি

Jan 10, 2025 - 18:19
 0  12
ডুমুরিয়ার আটলিয়ায় সাবেক ইউপি সদস্য'র বাড়িতে দুঃসাহসিক চুরি
স্বর্ণালংকার ও টাকা চুরি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় এক সাবেক ইউপি সদস্য'র বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরদল নগদ টাকা ও সোনার গহনাসহ এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

 স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিনতা মন্ডল (৬৫) ও তার পুত্রবধু প্রতিদিনের ন্যায় গৃহস্থলির কাজ শেষে রাতের খাবার খেয়ে ১০ টার দিকে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে যায়৷ কিন্তু রাত আনুমানিক ৩ টার দিয়ে ৩/৪ জনের একদল চোর বাড়ির ভিতর প্রবেশ করে দ্বিতল ভবণের নীচতলার ক্লসিকল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর নীচ তলার একটি কক্ষের দরজার তালা ভেঙে শয়ন কক্ষের আলমারির লকার ভেঙে ফেলে।এসময় ড্রয়ারে রক্ষিত নগদ ৩৮ হাজার টাকা, ১জোড়া সোনার কানের দুল, ১জোড়া সোনার চুড়ি ও ৩পিস নাকফুলসহ আনুমানিক ১০ আনা ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরদল যার আনুমানিক মুল্য এক লক্ষ টাকা। খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow