ভূরুঙ্গামারীতে ভারত হতে বাংলাদেশে আসা ৬ অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ উদ্ধার

Mar 15, 2025 - 16:20
 0  12
ভূরুঙ্গামারীতে ভারত হতে বাংলাদেশে আসা ৬ অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ উদ্ধার

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবির বিশেষ টহল দল ভারত হতে বাংলাদেশে পাচার হওয়া উক্ত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন।

শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৮৫/৩-এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ পাচারের তথ্য পান তারা। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাংগা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করে। তখন তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

অতঃপর টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৮,২৬,২০০/- (আট লক্ষ ছাব্বিশ হাজার দুইশত) টাকা। পরে সেসব অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow