কালিগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী জাপা নেতা আব্দুস সাত্তার মোড়লের জানাজায় মুসুল্লীর ঢল
বিশেষ প্রতিনিধি: জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সাত্তার মোড়ল এর জানাজা নামাজ বুধবার (২৯ জানুয়ারী) বেলা ২টায় উপজেলার বন্দকাটি বাগেরমাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মুসুল্লী জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুস সাত্তার মোড়লের দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মরহুম কোরবান আলীর ছেলে আব্দুস সাত্তার মোড়ল (৭৪) হৃদরোগে আক্রান্তত হলে গত ২১জানুয়ারী হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুস সাত্তার মোড়ল ছিলেন একজন ঘের ব্যবসায়ী। আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।
What's Your Reaction?