শ্যামনগরে কথিত পীর মিজান হত্যা মামলার আসামি!

Feb 10, 2025 - 20:22
 0  16
শ্যামনগরে কথিত পীর মিজান হত্যা মামলার আসামি!
কথিত পীর মিজানুর রহমান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ধুমঘাট অন্তাখালীতে মিজানুর রহমান নামে এক কথিত পীরের ভয়ংকর আমলনামা প্রকাশ পেয়েছে।

স্থানীয়রা যাকে ভন্ড ও প্রতারক মিজান হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। সূত্রে প্রকাশ, মিজানুর রহমান জাদুটোনা করে নিজের মেয়েকে এক অসহায় ছেলের সাথে জোরপূর্বক বিবাহ করিয়ে দিয়ে তাকে আটকে রাখে। এরকম অনেক মানুষকে সে জাদুমন্ত্র ও ভয় ভীতি দেখিয়ে তার অপরাধ মুলক কাজে লিপ্ত রাখা, যাদের মাধ্যমে সে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সম্পন্ন করার অভিযোগ রয়েছে ।ভন্ড মিজান লাইসেন্স বিহীন কবিরাজি, চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে তার নিজস্ব লোকদের মাধ্যমে প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে নিয়ে আসা সহজ সরল মানুষদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 ভুক্তভোগী একাধিক লোকের সাথে কথা বলে জানা যায়, সে অভিনব কায়দায় হাতিয়ে নেয় গরু ছাগল ও মোটা অংকের টাকা। এক ভুক্তভোগী জানান, তার নিকট হতে কুরবানির কথা বলে প্রায় তিন লক্ষ টাকার মূল্যের গরু নিয়ে আসে। এরপর আর টাকা দেননি। কাঠের ব্যবসায়ি মতলেব জানান তার নিকট হতে ব্যবসার কথা বলে প্রায় ১০ লক্ষাধিক টাকা নিয়ে পরিশোধ না করা, ইমরান হোসেন নামে ঢাকার এক ব্যবসায়ির নিকট হতে ৭ লক্ষ টাকা নিয়ে প্রমান থাকা স্বত্বেও এখন অস্বীকার করছে। লাইসেন্স বিহীন চিকিৎসার করতে মোটা অংকের টাকা নিয়ে এক গর্ভবতী মহিলাকে ভুল চিকিৎসার মাধ্যমে প্রাণনাশ করারও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্বামী প্রতিকার চেয়েও তার ক্যাডার বাহিনীর ভয়ে অসহায় জীবনযাপন করছে। ভন্ড মিজান নিজেকে পীর তার মুরিদ ও কোমলমতি শিশুদেরকে নিজের মুখের থুতু পানের পিক ইত্যাদি প্রকাশ্যে পান করায়। সে বলে এই থুতু ও পানের পিক পান করলে সে লেখা না করেও বড় মাওলানা হয়ে যাবে মর্মে প্রচার করে। আর সরলমনা মানুষগুলো এই কুসংস্কারে বিশ্বাসি হয়ে এসব পান করে এবং মিজানের ক্ষেত খামারে কাজ করে। এভাবেই নাকি ইলম অর্জন হবে। তার বিরুদ্ধে মসজিদ-মাদ্রাসার মোতাল্লি সেজে দূর্নীতি, অর্থ আত্মসাৎ, ভূমি দখল,ম্যাগনেট, মাদক ব্যবসা, সুদ ঘুষে জড়িত, নারী ও শিশু নির্যাতন, মাদ্রাসার জায়গায় পরিবার নিয়ে বসবাস, রাজনৈতিক ক্লাব তৈরি,হত্যা মামলার আসামী, কুকুর পালন, ইসলাম বিরোধী কার্যকলাপ সহ ভয়ংকার তথ্য ফাঁস হয়েছে। তাছাড়া আলেম ওলামারা তার কর্মকাণ্ডের বিরোধিতা করায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা মিজানুর রহমান বাদী হয়ে আলেম ওলামাদের নামে হয়রানীমূলক মামলা করে। মামলা নং ২২৫/২৫(শ্যামঃ)। মামলা প্রত্যাহার সহ তার এহেন কর্মকাণ্ড থেকে সরে না আসলে আগামী বৃহস্পতিবার পর থেকে তার আস্তানা অভিমূখে লংমার্চ ঘোষণা করা হয়েছে।

 মিজানুর রহমানের সাথে চেষ্টা করেও যোগাযোগে না পাওয়ায় তার ভাষ্য পাওয়া যায় নি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow