সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আস্কারপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

তরিকুল ইসলাম লাভলু: সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর প্রাথমিক বিদ্যালয়ে দলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় সহকারি চিকিৎসক ডাঃ হাসিবুল ইসলামের পরিচালনায়, ইনকুলেশন অফিসার মো: আলিমুর রেজার তত্ত্বাবধানে সাইটসেভার্সের সহযোগিতায়, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ)’র আয়োজনে ও খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনার বাস্তবায়নে দলিত ও প্রতিবন্ধী ১৫০জন ব্যক্তিকে বিনামূল্যের চিকিৎসা প্রদান, ৫০জন ব্যক্তিকে বিনামূল্যে চশমা প্রদান, ৯০জন ব্যক্তিকে বিনামূল্যে ওষুধ প্রদান ও ২জনকে বিনামূল্যে ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়।
চক্ষু শিবিরে আরো উপস্থিত ছিলেন আনিক, জসিম হোসেন, আব্দুস সাত্তার পাড়, নলতা এস ডি এফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম মল্লিক, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, সাংবাদিক আবুল হোসাইন, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
যাদের প্রচেষ্টায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তাদের অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগ গুলোর জন্য একটি মাইলফলক যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।
What's Your Reaction?






