সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mar 22, 2025 - 22:36
 0  11
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা সদরের সোহরাওয়ার্দী পার্কে জামায়াতে ইসলামীর কুশলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন শাখা এ ইফতার মাহফিল আয়োজন করে।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বৈষম্য অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুদৃঢ় অবস্থান রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি ফিলিস্তিনে নির্যাতিত জনগণকে অর্থসহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। 

ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ হুসাইন আহমেদ গোলাম, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ডক্টর মিজানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন জামাতের আমীর মনজুর মোরশেদ, সেক্রেটারী আজগর আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কালিগঞ্জের আহবায়ক আমির হামজা প্রমুখ।

আলোচনা শেষে দেশবাসীর জন্য দোয়া ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow