সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Jan 2, 2026 - 20:45
 0
সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি গ্রামের মরহুম ছফেদ আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গত ২ ডিসেম্বর পবিত্র ওমরাহ পালন শেষে বাড়িতে ফেরেন। ৬ ডিসেম্বর স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ায় পরবর্তীতে থেরাপির জন্য তাকে কালিগঞ্জে পাউখালী মোড়ে অবস্থিত রিডা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুম’আর নামাজের পর মরহুমের নিজস্ব বাসভবনে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার মোহতামীম মাওলানা ওজিহুর রহমানের ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার , বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তিনি সুনামের সাথে চাকরি শেষে ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এবং সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন ও শেক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow