কালিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

Jan 1, 2026 - 19:51
Jan 13, 2026 - 21:28
 0
কালিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার

মোহাম্মদ জাহাঙ্গীর আলম: সাতক্ষীরার কালিগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা, চোরাচালান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌকির আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রূপা রানী পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিজিবির কালিগঞ্জ কোম্পানী কমান্ডার এলিচ মাহমদু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালরয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলন’র পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হামজা প্রমুখ। 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত ভাল রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, গভীর রাতে মোটরসাইকেল চলাচল ও অবাঞ্ছিত ব্যক্তির বিচরণ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট স্থাপন, ডাম্পারসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ইভটিজিং নিয়ন্ত্রণে কঠোর নজরদারিসহ বিভিন্ন বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow