গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত
ন্যাশনাল ডেস্ক: গোপালগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। তারা দুজনেই নবম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরের কালীমন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ মাজেদুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার ইছাঘালী গ্রামের পলাশ সেখের ছেলে মাহিন শেখ ও একই বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির। জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইছাখালী ইজলের খেওয়া ঘাট থেকে দুর্গাপুর যাওয়ার পথে কালীমন্দিরের কাছে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ মাজেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজন স্কুলছাত্র। গাড়ি চালানো কোনো লাইন্সেস পাওয়া যায়নি। তারা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?