চট্টগ্রাম বন্দরে জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবেছে বালুবাহী বাল্কহেড
ন্যাশনাল ডেস্ক: চট্টগ্রাম বন্দর চ্যানেল সংলগ্ন কর্ণফুলী নদীতে কনটেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে বালুবাহী একটি নৌযান (বাল্কহেড)। এ সময় নৌযানটির তিন শ্রমিককে বন্দরের একটি টাগবোটের সাহায্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের অদূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দুর্ঘটনাস্থল লাল বয়া দিয়ে চিহ্নিত করার কথা জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশ দিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, পানামার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এমএসসি জিয়ানিনা এবং অনিমা সাইমা-২ নামে একটি দেশীয় বাল্কহেডের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জিয়ানিনা জাহাজটি বন্দরের জেটি থেকে বহির্নোঙ্গরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) টাগবোট কাণ্ডারী-১ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া বাল্কহেড থেকে তিনজনকে উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, বাল্কহেডের ধ্বংসাবশেষের আশপাশ একটি লাল বয়া দ্বারা চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিকভাবে একটি স্পিডবোট রাখা হয়েছে, যাতে সেটির অবস্থান অন্যান্য জাহাজকে জানাতে পারে।
বন্দর সচিব বলেন, ‘বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। সকাল থেকে বন্দরের জেটিতে ১২টি জাহাজ এসেছে। শুধু নাবিকদের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বন্দর চ্যানেলে ধ্বংসাবশেষের আশপাশ দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে।’
What's Your Reaction?