ডুমুরিয়ার বোরোধান চাষাবাদে লবণ পানি বন্ধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

Jan 5, 2025 - 19:16
 0  6
ডুমুরিয়ার বোরোধান চাষাবাদে লবণ পানি বন্ধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার মাগুরখালিতে মৌসুমি বোরোধান চাষাদাবের লক্ষে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে লবণ পানি বন্ধ রাখতে খালে বাঁধ নির্মাণ করা হয়েছে। আজ রোববার স্থানীয় কৃষকদের উদ্যোগে উপজেলার মাগুরখালি ইউনিয়নের ১৭/১ নম্বর পোল্ডার অধীন ৬নং আধারমানিক স্লূইসগেটের খালের মুখ বেঁধে দেয়া হয়। সকালে স্থানীয় কৃষকরা স্বেচ্ছশ্রমে স্লুইসগেট অভ্যান্তরে ৭টি বিলের মধ্যে লবণ পানি প্রবেশ বন্ধের লক্ষে বাঁধটি নির্মাণ করে। বাঁধ অভ্যন্তরে চিলা নদীর দুই পাড়ে আধারমানিক, খোরেরাবাদ, বৈঠাহারা, চিত্রমারি, গজালিয়া, হোগলাবুনিয়া, পারমাদারতলাসহ ৭টি বিলের সাড়ে ৪ হাজার বিঘা আবাদী জমিতে মৌসুমি বোরোধান চাষাবাদ করতে সক্ষম হবে। এ সময় ইউনিয়ন বিএনপি'র সভাপতি অরুণ গোলদার, অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী, ইউপি সদস্য প্রমিলা মন্ডল,বিএনপি নেতা জাকির হেসেন, জামায়েত ইসলামী সেক্রেটরী সোহরাব হোসেন, মোঃ এরশাদ সরদার, মেহেদী হাসান,কৃষক প্রশান্ত মন্ডল,কৃষ্ণপদ মন্ডল, অমীত রায়, দীপক মন্ডল, শিশির সরকার, বিপ্লব মন্ডল, পবিত্র মন্ডল,আশুতোষ মল্লিক, বনমালী মন্ডলসহ এলাকার দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow