ডুমুরিয়ায় মাদারতলা বাজারে মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব 

Dec 18, 2025 - 20:02
 0
ডুমুরিয়ায় মাদারতলা বাজারে মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মাদারতলা মহানন্দ বাজারে ১০ম তম বিশাল মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব'২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উষালগ্ন হতে মতুয়া দলের আগমন শুরু হয়। বিকাল না হতেই বাজার চত্বরে ভক্তবৃন্দের ব্যাপক ঢল নামে। সম্মেলনে খুলনা, যশোর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৩৫টি দল অংশগ্রহণ করে। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিততে এক মিলন মেলায় পরিণত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নিত্যানন্দ মন্ডল। শুভ উদ্বোধন করেন, মতুয়া মহাসংঘ ও ঠাকুর শ্রীধাম ওড়াকান্দির সভাপতি মহামতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর।

 প্রধান আলোচক শ্রীধাম লক্ষ্মীখোলীর ধামকর্তা শ্রী সাগর সাধু।

বিশেষ অতিথি পুজা উদযাপন ফ্রন্ট খুলনার সেক্রেটারি গোবিন্দ হালদার, পরিতোষ কুমার বালা, সমীর সাহা, সৌমেন্দ্রনাথ নাথ কুন্ডু টুটুল, ডা: সুদীপ্ত সুন্দর মণ্ডল, বিপ্লব সরদার ও পঞ্চানন ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন মিস্ত্রি। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্যদেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, এবাদুল হক রুবায়েদ, সরদার আব্দুল মালেক,শেখ হাফিজুর রহমান, মতিয়ার রহমান বাচ্চু,অরুন গোলদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মৃনাল কান্তি বিশ্বাস ও মনোতোষ গোলদার। সার্বিক তত্ত্বাবধানে এ্যাড: নিউটন মন্ডল ও সুব্রত বিশ্বাস। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow