শ্যামনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
এস,এম,মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২১ জানুয়ারী (মঙ্গলবার) বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে বংশীপুর বাজারের মেসার্স কৃষি বিপণীর স্বত্বাধিকারী এস এম মাহবুবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ এবং ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
মোবাইল কোর্ট যথাযথ ভাবে পরিচালিত হওয়ায় প্রশংসিত হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
What's Your Reaction?