আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Jan 23, 2025 - 16:33
 0  4
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা ও গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী পিয়া রানী মন্ডল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল মুকুলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, মানিকখালি বিসমিল্লাহ হ্যাচারীর চেয়ারম্যান আলহাজ্ব গাউসুল হোসেন রাজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়কক আবু হেনা মোস্তফা কামাল, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা, কামরুল ইসলাম প্রমুখ। সহকারী শিক্ষক আসিফ ইকবাল, আনিসুর রহমান ও সেলিনা আক্তারের সঞ্চালনায় অতিথিবৃন্দরা ক্রীড়া প্রতিযোগিতার ১২টি ও সাংস্কৃতিকের ১৯টি সহ মোট ৩১ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 ক্রীড়া প্রতিযোগিতার ১০০ মিটার দৌড় ও উচ্ছলাফে এসএসসি পরীক্ষার্থী সাদিক আল হাসিফ প্রথম স্থান অধিকার করায় তাকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়।

২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ায় সপ্তম শ্রেণির ছাত্রী দিপালী রায়কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার দেওয়া হয়। শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক এলাহী বক্স শতভাগ অবস্থিত হওয়ায় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার দেওয়া হয়।

ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক হিসেবে ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানকে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে পুরস্কার দেওয়া হয়। সবশেষে বিদ্যালয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow