সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ৪টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ কেন্দ্রীয় জামায়াত থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের আংশিক) আসনে মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ (কালিগঞ্জের আংশিক ও শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিদ্যমান চারটি আসনের জন্য এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে আসন পূনর্বিন্যাস হয়ে পাঁচটি আসন হলে সেক্ষেত্রে আরো একজন প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে।
What's Your Reaction?






