অগ্রগতি সংস্থার আয়োজনে ডুমুরিয়ার তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ডুমুরিয়া সদর ইউনিয়নের আইতলা সার্বজনীন পুজা মন্দির চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউএসএআইডির অর্থায়নে এবং বে-সরকারি উন্নয়ন মুলক সংস্থা অগ্রগতির আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ কুমার দাশ, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মৌসুমি, মহিলা বিষয়াক কর্মকর্তা হাসি রানী বিশ্বাস প্রমুখ। এলাকার অবহেলিত বঞ্চিত দলিত জনগোষ্ঠীর ৬০ নারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?