কালিগঞ্জের কদমতলায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বদর দিবস ও ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে কদমতলা পিডিকে ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে ঐতিহাসিক বদর দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রতনপুর ইউনিয়নের আমির মাওলানা ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রতনপুর ইউনিয়ন সাবেক আমির মাওলানা আজিজুর রহমান, যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন।
আলোচনা শেষে ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুস সবুর সাইফি এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন।
What's Your Reaction?






