কালিগঞ্জের নলতায় তিন দিনব্যাপী ওরছ শুরু, মঙ্গলবার আখেরী মোনাজাত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ওরছ শরীফ রবিবার শুরু হয়েছে। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন ৬১তম বার্ষিক ওরছ শরীফের আয়োজন করেছে।
রবিবার ওরছ শরীফে ধর্মপ্রাণ মুসুল্লিদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে নবী, রসূল ও ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ আলোচনা করেন হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী, হজরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, হজরত মাওলানা মুফতী শাঈখ মোহাম্মদ গনী, মুফতি হাফেজ মাওলানা আশিকুর রহমান।
সোমবার দুপুরে ওরছ শরীফে আগত মুসুল্লীদের মাঝে তাবারুক বিতরণ করা হবে। এদিন ওরছ শরীফে আলোচনা পেশ করবেন আল্লামা মুফতী ম্ওলানা আলাউদ্দীন জিহাদী, মুফতী মাওলানা মুহাম্মদ ওসমান গনি সালেহী, অধ্যাপক হাফেজ মাওলানা হাফিজুর রহমান এবং মুফতী মাওলানা আহমাদ রেজা ফারুকী।
আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ফজরের নামাজের পর মিলাদ শরীফ, কিয়াম, চাঁদর পেশ ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফ শেষ হবে বলে জানা গেছে।
এদিকে ওরছ শরীফ উপলক্ষে রওজা শরীফ প্রাঙ্গন ও পার্শ্ববর্তী এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। দূর দূরান্ত থেকে আগত মুসুল্লী ও পীরভক্তদের থাকা খাওয়ার সুব্যবস্থার পাশাপাশি সার্বিক নিরাপত্তা রক্ষায় কাজ করছেন মিশনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ওরছের প্রথম দিনে বিগত বছরের তুলনায় এবার মুসুল্লীদের উপস্থিতি কম পরিলক্ষিত হয়েছে।
What's Your Reaction?






