জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

Jan 13, 2026 - 20:25
 0
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার

মো. জাহাঙ্গীর আলম: সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেছেন, ‘‘আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবো। এর কোনো বিকল্প নেই। আমাদের কোনো গোপন এজেন্ডা নেই। আমাদের একমাত্র এজেন্ডা হলো এই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। প্রশাসন কারো পক্ষ নেবে না, প্রশাসন আইন মেনে চলবে এবং আইনের পক্ষে থেকেই দায়িত্ব পালন করবে।’’
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও নির্বাচনের রিটানির্ং অফিসার আফরোজা আখতার এসব কথা বলেন।


উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘‘আপনারা যারা প্রার্থী রয়েছেন, দয়া করে আপনাদের নেতা-কর্মীদের নির্বাচন আইন ও বিধিমালা মেনে চলার বিষয়ে কঠোর নির্দেশনা দেবেন। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব, কালিগঞ্জ সেনাবাহিনির ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জাতীয় মাইনোরিটি পার্টি মনোনীত প্রার্থী রুমেল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী ও কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াত ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল ওহাব সিদ্দিক,সেক্রেটারী আব্দুর রউফ, ইসলামি আন্দোলনের উপজেলা সদস্য সচিব হাফেজ আকরাম হোসেন প্রমুখ।

এসময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ও দৃঢ় অবস্থানের মাধ্যমে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow