নাটোরে জিয়া’র অপরাধ কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর ও সিংড়ার সীমান্তবর্তী দুই উপজেলাবাসী চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে সোনাপুর ও কুমারখালি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে আব্দুল হান্নান, আবু হানিফ, সেকেন্দার আলীসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানায়, বিগত সরকারের আমলে সোনাপুর ও কুমারখালী গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে জিয়াউল হক জিয়া নামে এক আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী সরকার পতনের পরও জিয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নামে অপরাধমূলক একাধিক মামলা থাকার পরেও জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে তান্ডব চালাচ্ছে। তার ভয়ে গ্রামের কেউ সুখ—শান্তিতে বসবাস করতে পারছেনা। অসহায় নিরীহ পরিবারের কাছ থেকে এখনও বিভিন্ন সময় চাঁদা দাবি করে সে। চাঁদা না দেওয়া হলে মারপিট ও ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দেয়। নারীদের প্রতিও হিংস্র আচরণ করার কারণে কোন নারী বাড়ি থেকে নিরাপদে বাহিরে বের হতে ভয় পায়। দ্রুত জিয়াকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বলেন, ‘জিয়ার জুলুম নির্যাতনে সাধারণ জনগণ অতিষ্ঠ। অস্ত্রধারী সন্ত্রাসী জিয়া। তার ভয়ে এলাকার মানুষ বাড়ি থেকে বের হতেও ভয় পায়। বিভিন্ন মামলায় আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়ে আবারও তান্ডব চালায়।’ এ বিষয়ে জিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন,‘নির্দিষ্টভাবে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?