বাগেরহাটে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিল নৌপুলিশ
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বর নদ থেকে নিষিদ্ধ করেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। রবিবার দুপুরে অভিযান চালিয়ে নদে পেতে রাখা এক হাজার মিটার নিষিদ্ধ করেন্ট জাল জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়। বাগেরহাটের ধানসাগর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোক্তার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় কিছু অসাধু জেলে বলেশ্বর নদে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে মাছ শিকার করছিলেন। নিয়মিত টহলকালে নৌ পুলিশ শরণখোলা উপজেলার খোন্তাকাটা এলাকা সংলগ্ন বলেশ্বর নদ থেকে এক হাজার মিটার নিষিদ্ধ করেন্ট জাল জব্দ করেন। অভিযানের খবর পেয়ে এসময়ে পালিয়ে যান জেলেরা। যে কারণে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল রায়েন্দা ফেরিঘাট এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। মৎস্য সম্পদ উন্নয়নে অভিযান চলমান থাকবে বলে জানান এই নৌপুলিশ কর্মকর্তা।
What's Your Reaction?