বাগেরহাটে বিএনপির সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির ৯ সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাখালগাছি ইউনিয়ন ১নং ওয়ার্ডের হাওলাদার হেমায়েত হোসেন বাদী হয়ে বাগেরহাট সংসদীয় আসন-২ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কমিটির টিম লিডার ড. লায়ন ফরিদুল ইসলাম বরাবর অভিযোগ দায়ের করেছেন। হাওলাদার হেমায়েত হোসেন রাখালগাছি ইউনিয়নের মৃত বেলায়েত হোসেনের ছেলে। অভিযোগে হাওলাদার হেমায়েত হোসেন জানান, বিএনপির সদস্য তালিকা সংগ্রহের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবলিত হয়ে তাদের নাম, পিতার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে জেলা কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হবে। কিন্তু রাখালগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ০৯ জন সমন্বয়ক তারা নিজেরা ওয়ার্ড ও ইউনিয়নে নির্বাচিত হওয়ার জন্য সাধারণ সদস্য তালিকা পরিবর্তন করে নিজেদের পছন্দমত তালিকা প্রদান করছে। তাই এই সমন্বয়কদের বাতিল করে পূনরায় সমন্বয়ক নির্বাচন করবার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, রাখালগাছি ইউনিয়নের সমন্বয়ক সাইফুজ্জামান বাবু, আল মাহামুদ দিপু, গোলজার হোসেন ইতিপূর্বে রাখালগাছি ইউনিয়নের বংশ মেম্বারের নিকট থেকে নগদ ১লক্ষ টাকা চাঁদা গ্রহণ করে। এছাড়া হাট ইজারা, ঘের দখল, দোকানপাট দখলসহ এলাকায় নানাবিধ অপকর্মের সাথে জড়িত রয়েছে। এলাকাবাসির পক্ষ থেকে এদের অপকর্মের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রদান করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এদের অপকর্মের সঠিক তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেন তিনি।
What's Your Reaction?