মৎস চাষ, ব্যাবসা ও আমদানিতে অবদান রাখায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন নলতার আনারুল

Feb 22, 2025 - 21:25
 0  27
মৎস চাষ, ব্যাবসা ও আমদানিতে অবদান রাখায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন নলতার আনারুল

তরিকুল ইসলাম লাভলু: খুলনা বিভাগীয় ও সাতক্ষীরা জেলা মৎস চাষ, ব্যাবসা ও আমদানিতে বিশেষ অবদান রাখায় শ্রষ্ঠ পুরস্কার পেলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম।

বাংলাদেশের মৎস্য খাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ফিসারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এই পুরস্কার পান। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সার্বিক দিকনির্দেশনায় এবং বিজম্যান মিডিয়া লিমিটেড এর আয়োজনে এই সামিটে দেশের বিশিষ্ট মৎস্য উদ্যোক্তা, গবেষক, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

সামিটের মূল লক্ষ্য ছিল উদ্ভাবনকে উৎসাহিত করা, নেটওয়ার্কিং সুবিধা তৈরি করা, বাবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা, এবং মৎস্য খাতের নীতি সহায়তা জোরদার করা। সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার।

সেশনে সভাপতিত্ব করেন জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ। স্বাগত বক্তব্য রাখেন বিজম্যান মিডিয়া লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow