রামপালে স্মার্ট ক্লাইমেট কৃষি মেলা, র‍্যালি পণ্য প্রদর্শনী আলোচনা সভা

Feb 11, 2025 - 14:00
 0  6
রামপালে স্মার্ট ক্লাইমেট কৃষি মেলা, র‍্যালি পণ্য প্রদর্শনী আলোচনা সভা

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে স্মার্ট ক্লাইমেট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা কৃষি অফিস থেকে বের হয়ে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগারহাট জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডক্টর মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা, কৃষকবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন এবং বক্তব্য দেন।

মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১১ টি স্টলে তাদের ম্মার্ট প্রযুক্তি ও কৃষি পণ্য প্রদর্শন করেন। উপকূলীয় উপজেলা রামপাল লবণাক্ত এলাকা হওয়ায় লবন সহিষ্ণু জাতের ধানের আবাদ বৃদ্ধি, শাক সবজি চাষ ও ফলের গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow