শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টার পিএস
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, খাদ্য, সেবা ও সরঞ্জামাদিসহ সার্বিক কার্যক্রম তদারকি ও খোঁজখবর নেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী (পিএস) ডা. মাহমুদুল হাসান। শনিবার (১১ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তিনি চিকিৎসক, নার্স, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, রোগী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি হাসপাতালের রোগীদের খাদ্যের মান, ভবন, যন্ত্রপাতি এবং অন্যান্য অবকাঠামোগত বিষয় পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিদিন প্রায় ৫০০ এর অধিক রোগীর সেবা দেয়। জরুরি বিভাগে প্রতিদিন ১০০ জনের বেশি রোগী আসেন এবং ইনডোরে গড়ে ৩০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। প্রশাসনিক ভবনের করিডোরে শিশুদের জন্য ৬টি বেড নির্ধারিত থাকলেও প্রতিদিন ১৫-২০ জন শিশু রোগী ভর্তি হন। প্রতি মাসে ৩০-৪০ জন প্রসূতির সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে বর্তমানে কোনো অপারেশন করা সম্ভব হচ্ছে না। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দীয় সংগঠক মেসবাহ কামাল মুন্না ও ডা. মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, গাজী আব্দুল হামিদ, ডা. ইমাম হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এরপর ডা: মাহমুদুল হাসান শ্যামনগর প্রেসক্লাবে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা ভাল নয়। চার লক্ষ মানুষের বিপরীতে ডাক্তারের সংখ্যা খুবই কম। চেষ্টা করা হবে যত দ্রুত সম্ভব শিশু, হার্ট সহ প্রয়োজনীয় বিশেষঙ্গ ডাক্তারের ব্যবস্থা করার। হাসপাতালের ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে ভাল যন্ত্রপাতির ব্যবস্থা করতে স্থানীয় প্রতিনিধি এবং সাংবাদিকদের সহোযোগীতা কামনা করা হয়।
What's Your Reaction?