কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এসএম গোলাম ফারুক : সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরদার (৭৫) আর নেই। শনিবার রাত ২টার দিকে উত্তর শ্রীপুর গ্রামে নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল ওহাব সরদার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মরহুম গোরাই সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের উপস্থিতিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা ও উপপরিদর্শক রাজিবের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান, মনসুর আলী, শেখ আবদুর রউফ, মোবারক আলী, আকবর আলী, মহিউদ্দিনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
What's Your Reaction?