সাতক্ষীরার কালিগঞ্জে গাছ কাটার সময় শ্রমিকের মৃত্যু

Jan 29, 2025 - 14:51
Jan 29, 2025 - 14:54
 0  65
সাতক্ষীরার কালিগঞ্জে গাছ কাটার সময় শ্রমিকের মৃত্যু
আবু বক্কর মোড়ল (৪৫) এর মরদেহ
সাতক্ষীরার কালিগঞ্জে গাছ কাটার সময় শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গাছ কাটতে যেয়ে আবু বক্কর মোড়ল ওরফে বুলি (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯জানুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 নিহত আবু বক্কর মোড়ল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুধনপুর (বর্তমানে শ্রীরামপুর) গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে আবু বক্করসহ কয়েকজন শ্রমিক মনোহরপুর গ্রামে রাজমিস্ত্রী জাকির হোসেনের বাড়িতে একটি বড় শিশুফুল গাছ কাটার কাজ করছিলেন। গাছে বসে ডাল কাটা অবস্থায় একটা ডাল এসে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান আবু বক্কর। অন্যান্য শ্রমিকরা গাছ থেকে লাশ নামিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'শ্রমিক নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow