বড়াইগ্রামে ১৭ কেজি ওজনের ১০ ফুট দীর্ঘ গাঁজা গাছ উদ্ধার, আটক ১
নাটোর প্রতিনিধি: নটোরের বড়াইগ্রামে ১০ ফুট লম্বা এবং ১৭ কেজি ওজনের জীবিত একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে রফিকুল ইসলামের বসতবাড়ীর আঙ্গিনা থেকে এই নিষিদ্ধ গাছ উদ্ধার করা হয়। পুলিশ এ সময় গাঁজা চাষী রফিকুল ইসলাম (৪৭)কে আটক করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সংলগ্ন আঙ্গিনা থেকে তাজা গাছটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?