সৈয়দপুরে ৪ ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

Jan 30, 2025 - 19:24
 0  4
সৈয়দপুরে ৪ ইটভাটার  ৩ লাখ টাকা জরিমানা

সৈয়দপুর জেলা প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার ৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায়সহ ২ টি ভাটার চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে।

এসময় কৃষি জমি থেকে মাটি না কাটতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। অভিযানে জরিমানা প্রদানকরদ ইটভাটাগুলো হলো উপজেলার খিয়ারজুম্মা এলাকার মো. জোবায়ের হাসানের মেসার্স আল মদিনা ব্রিকস এর ১ লাখ টাকা, মো. নুর আলমের মেসার্স এন এস বি ব্রিকস এর ৫০ হাজার টাকা, এবং কামারপুকুর এলাকার মো. এমদাদুল হকের মেসার্স সোনার বাংলা (জেড স্টার) ব্রিকস এর ১ লাখ টাকা ও মো. আহেদুল হকের মেসার্স এ স্টার বি ব্রিকস এর ৫০ হাজার টাকা।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান, এই ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লংঘনের দায়ে জরিমানার শাস্তি দেয়া হয়েছে। এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। নীলফামারী পুলিশ বিভাগ এবং সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow