কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি : 'এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই' প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে রেখে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান।
সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, সাতক্ষীরা শিক্ষা উপ প্রকৌশলী কর্মকর্তা আশিকুর রহমান দিপু, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, বিদ্যালয়ের দাতা সদস্য শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গত ২৩ জানুয়ারী সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ৩৬ জুলাই এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়।
What's Your Reaction?